Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাণীশংকৈলে মহান মে দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৬:১০ পিএম

“শ্রমিক ঐক্য জিন্দাবাদ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১ মে বুধবার মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৌর শহরে পৃথক পৃথক ভাবে মে দিসের শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে, উপজেলা হলরুমে, নুহেদ প্রেন্সিপালের বাসা চত্বরে, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিগ্রী কলেজ মাঠে শ্রমিক নেতা মোকসেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র অালমগীর সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওয়াকার্স পার্টি নেতা তৈমুর হোসেন । সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মি, রাজনৈতিক সামাজিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন, শ্রমিকলীগ সভাপতি অায়ুব অালী,সম্পাদক রুস্তম অালী, অা'লীগ নেতা মোস্তাফজুর রহমান, জাহাঙ্গীর সরকার,রকুনুল ইসলাম ডলার, যুবলীগ সম্পাদক রমজান অালী, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শ্রমিক নেতা তবদুল ইসলাম, আব্দুর রহিম, রবিউল ইসলাম, জোনাকু রায় প্রমুখ। পরে প্রত্যেকটি শ্রমিক সংগঠন নিজ নিজ অায়োজনে এবং নিজ নিজ অালোচনাস্থলে সংগঠনের শ্রমিকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মে দিবস

৩০ এপ্রিল, ২০২২
১ মে, ২০২১
১ মে, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ