Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচন্ড খরতাপে রাজশাহীতে মহান মে দিবস পালিত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১:৫০ পিএম

রাজশাহীতে প্রচন্ড খরতাপের মধ্যেও শ্রমিকদের নূণ্যনতম মজুরির দাবি বাস্তবায়ন ও অধিকার প্রতিষ্ঠার দাবিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই মহানগরীতে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মে দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মহান মে দিবসে রাজশাহীতে র‌্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বুধবার সকালে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম অধিদফতর, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক লীগ র‌্যালি ও সমাবেশ করেছে। শ্রম অদিপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। এছাড়াও নগরীর জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। এতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা’র নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা র‌্যালী ও সমাবেশে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মে দিবস

৩০ এপ্রিল, ২০২২
১ মে, ২০২১
১ মে, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ