Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্সি বিতর্কে উত্তাল ফেইসবুক

শাহেদ নুর | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:২২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয় গতকাল সোমবার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দলের অধিনায়ক মাশরাফি মুর্তজার হাতে বিশ্বকাপ জার্সি তুলে দেন। পরে নতুন জার্সি পরে ফটোসেশন করেন খেলোয়াররা। গণমাধ্যম ও ফেইসবুকে নতুন জার্সির ছবি প্রকাশিত হওয়ার পরই এ নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। কারণ জার্সিতে লাল রং নেই। অনেকে বলেছেন জার্সি পাকিস্তানের মতো, আবার অনেকে বলছেন আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের মতো। কেউ কেউ বলছেন জার্সিটি একদম সাদামাটা হয়েছে। সব মিলিয়ে জার্সি বিতর্কে উত্তাল ফেইসবুক।

কার্টুনিস্ট কাওসার মাহমুদ তার ফেইসবুকে লিখেছেন, ‘আমাদের জার্সি হবে গাঢ় সবুজের মাঝে লাল। পাকিস্তান কিংবা আয়ারল্যান্ডের মতো না।’

‘বিসিবির প্রতি আহ্বান লাল-সবুজ ফিরিয়ে আনুন’- বলেন সাংবাদিক রফিকুল ইসলাম রনি।

নাহিদ আহমেদের মন্তব্য, ‘খুবই খারাপ লেগেছে। দেখতে অনেকটা পাকিস্তান ক্রিকেট দিলের জার্সির মতো। সবুজ জার্সিটায় লালের অস্তিত্ব নেই, আর লাল জার্সিতে সবুজের অস্তিত্ব নেই। আমি মনে করি পরিবর্তন আনা উচিৎ।’

নিলুফার মাহমুদ তানির দাবি, ‘৩০ লাখ শহীদ এর রক্তের লাল রং বিহীন জার্সির পরিবর্তন চাই।’

সাংবাদিক নিয়াজ মাহমুদ লিখেন, ‘নতুন জার্সি তৈরির নেপথ্যের নায়ক কিংবা নায়িকাদের প্রতি এক রাশ "ধিক্কার"! লাল-সবুজ চাই।’

‘এটা বাংলাদেশের জার্সি হতে পারে না এমন জার্সি আমরা চাই না৷ লাল সবুজ ছাড়া বাংলাদেশ কে চিন্তা করা যায় না। ধিক্কার জানাই তাদের যারা এইটা অফিশিয়ালি পছন্দ করছে।’- মন্তব্য করেন রাকিব আল হাসান

এমডি সাব্বির রহমান বিজয় পরিহাস করে মন্তব্য করেন, ‘২০১৯ বিশ্বকাপে আয়ারল্যন্ড ও জিম্বাবুয়ে নেই, কিন্তু তাদের জার্সি বাংলাদেশ ক্রিকেট টিম ঠিকই ধরে রেখেছে, মানবতা আজও বেঁচে আছে।’



 

Show all comments
  • MD.HABIBUR RAHMAN ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৩৩ পিএম says : 0
    ক্যাপ আর সু গুলো লাল দেয়া হোক সবুজ জার্সির সাথে, ক্যাপ আর সু গুলো সবুজ দেয়া হোক লাল জার্সির সাথে তাহলে লাল সবুজের মিশ্রন চলে আসবে ।
    Total Reply(0) Reply
  • Norbat ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৪৩ পিএম says : 0
    বাংলাদেশ লেখেটা লাল করে দিলে ও ভালো লাগতো. তাহলে বলা যেতো লাল সবুজের বাংলাদেশ বা রক্ত দেয়া আমরা বাংলাদেশ তা কে পাইসি
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৩০ এপ্রিল, ২০১৯, ৩:২৫ পিএম says : 0
    সাকিব আল হাসানের জার্সি ফটো সেশনে না থাকাটাই উচিৎ মনে করেছিলেন। তাই হয়তো থাকেননী? কিন্তুু এই জাতির ক্রিকেট দলের জার্সি নিয়ে এত সমালোচনার কেন সুযোগ দিলেন ক্রিকেট বোর্ড জানিনা। পাপন সাহেব গতকাল চেনেল আইতে বলেছেন ওনি জার্সিতে লাল সবুজের চিহ্নিত জাতীয় পতাকার ভাব গাম্ভীর্য নাই কেন জানেন না। স্হপতি মোবাশ্বের গতকাল চেনেল আইতে সত্য কথাই বলেছেন। ঐ জার্সিতে কয়েকটি ষ্টার লাগিয়ে পাকিস্তানি জার্সি হয়ে য়ায়। এর দায়িত্ব বোর্ড সভাপতি কে নিতে হবে। আরো কঠোর সমালোচনা করেছেন। আমাদের প্রশ্ন বাংলাদেশের জার্সি পাকিস্তানের জার্সি এক প্রতিষ্ঠানে বানিয়েছেন কিনা? কেন পাপন চাচা বলেন জার্সির ব্যপারে ওনি জানেন না। এতবড় আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব কাপের গুরুত্বপূর্ণ জার্সির ব্যপারে ওনি কি করে দায়িত্ব এড়াতে পারেন না। সাকিব কেন পটো সেশনে আসলো না। এবার বুঝতে পেরেছেন কিন্তুু।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ