Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বাজেটে অভিবাসীর জন্য বরাদ্দ বাড়ানো হচ্ছে

ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আগামী বাজেটে অভিবাসীদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার পরিমান বাড়ানো হবে। অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় আরো মনোযোগী হতে হবে। গতকাল সোমবার অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত অভিবাসীর বাজেট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের ডেপুটি ¯িপকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া একথা বলেছেন। ইস্কাটন রোডস্থ বিয়াম অডিটরিয়ামে ওকাপ আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পাঁচশ অভিবাসী কর্মী অংশ নিয়েছেন।
ডেপুটি স্পিকার বলেন, অভিবাসীদের পাঠানো রেমিটেন্সে তাদেরও ন্যায্য অধিকার রয়েছে। বাংলাদেশের উন্নয়নে অভিবাসীদের অবদানের কথা স্মরণ করে ফজলে রাব্বী মিয়া বলেন, আমাদের সংবিধানে বৈষম্যের কোন সুযোগ নেই। এই সংবিধান বঙ্গবন্ধুর হাতে গড়া সংবিধান। সভায় সভাপতিত্ব করেন ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য মৃণাল কান্তি দাস ।
অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো.সেলিম রেজা দক্ষ অভিবাসনের গুরত্ব তুলে ধরে বলেন, শুধুমাত্র দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে ২০৩০ সালের আগেই বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরুছ সালেহীন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি নুরুল কাদের, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওম), বাংলাদেশের চিফ অব মিশন গিয়র্গি গিগরি সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ