Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বাজেটে আসতে পারে কার্বন ট্যাক্স আরোপের নীতি

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আগামী বাজেটে কার্বন ট্যাক্স আরোপের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতি আসতে পারে। শিল্প-কারখানা থেকে বের হওয়া কার্বনের ওপর ট্যাক্স আরোপ করে রাজস্ব আয় বাড়াতে সায় দিয়েছে বিশ^ব্যাংক। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা বলেছেন, বিশ্বব্যাংক ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি কিমিয়ো ফ্যান। এর আগে অর্থমন্ত্রীর পক্ষ থেকে এই ‘কার্বন ট্যাক্স’ বিষয়ে বিশ্বব্যাংকের মতামত চাওয়া হয়েছিল। কার্বন কর আরোপ করার মাধ্যমেই সবচেয়ে স্বল্প ব্যয়ে কার্বনের নিঃসরণ কমানো সম্ভব। তবে অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করলে কার্বন কর হলো একটি প্রতিক্রিয়াশীল কর। কারণ কার্বনের নিঃসরণের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, কর উত্তোলনের মাধ্যমে তার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই করারোপের একমাত্র উদ্দেশ্য হলো জনগণকে কার্বন সম্পন্ন জ্বালানি ব্যবহারে নিরুৎসাহিত করা। অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে কার্বন ট্যাক্স আরোপ করেছে। এতে করে সে দেশে বিমান ভ্রমণে ব্যয় বেড়ে গেছে। কার্বন ট্যাক্সের বিষয়ে বিশ্বব্যাংক বলেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় এনে কার্বন ট্যাক্স আরোপ করা যেতে পারে। এই ট্যাক্স আরোপ করা হলে রাজস্ব ব্যবস্থা আরো সুদৃঢ় হবে। বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি তার চিঠিতে বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় রেখে অভ্যন্তরীণ বাজারে সময়ে সময়ে তেলের মূল্য নির্ধারণ করা যেতে পারে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কম থাকার কারণে এখানে কার্বন ট্যাক্সের সূচনা করা যেতে পারে। কার্বন ট্যাক্স আরোপের বিষয়ে সরকার আগ্রহী হলে বিশ্বব্যাংক এ বিষয় নিয়ে আরো আলোচনা করতে পারে। এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বাজেটে কার্বন ট্যাক্স আরোপের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতি থাকতে পারে। অর্থমন্ত্রী এর আগেও তার বাজেট বক্তৃতায় কার্বন করের বিষয়ে কথা বলেছেন। এবার সে বিষয়ে বিস্তারিত কিছু থাকতে পারে। তবে এই কর এখনই আরোপ করার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগামী বাজেটে আসতে পারে কার্বন ট্যাক্স আরোপের নীতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ