মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ বলেছেন, অন্য কেউ নয়, শুধুমাত্র ভোটাররাই একজন প্রধানমন্ত্রী পাল্টানোর ক্ষমতা রাখেন। দেশটির ক্রাউন প্রিন্স টুঙ্কু ঈসমাইলের দেয়া বিবৃতির জেরে এমন মন্তব্য করেছেন তিনি। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ক্রাউন প্রিন্সের দেয়া বিবৃতির জবাব দিয়ে মাহাথির বলেন, ‘যদি চান তাহলে ভোটের মাধ্যমে আমাকে সরিয়ে দিন। ভোটার ছাড়া এই ক্ষমতা আর কারও নেই।’ মালয়েশিয়ার স্থানীয় দৈনিক মালয় মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রাউন প্রিন্স টুঙ্কু ঈসমাইল এক ভিডিও বিবৃতিতে বলেন, দেশটির প্রধানমন্ত্রীকে পাল্টানো উচিত। বেইজিং সফর শেষ করে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী বদলে ক্রাউন প্রিন্সের করা মন্তব্যের জবাব দিলেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির রোববার বেইজিংয়ের ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘খুব সহজেই একজন প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয়া যায় না। শুধুমাত্র মানুষ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আনতে পারে।’ তিনি বলেন, ‘আমাদের অতীতকে মনে রাখা উচিত। কেননা ক্রাউন প্রিন্সকে অপসারণ করে সেই পদে তার ছোট ভাইকে নিয়োগ দেয়া হয়। তিনি সেই ক্রাউন প্রিন্স যাকেই বদল করা দরকার। শুধুমাত্র মানুষ প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে পারে তাছাড়া অন্য কেউ যারা নিজেদের বড় মনে করে তারা তা পারে না।’ গত ২৪ এপ্রিল পাঁচ দিনের সরকারি সফরে চীনে আসেন মালয়েশিয়ার ৯৩ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মালয় মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।