প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্ভবত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হতে যাচ্ছে। প্রায় ৯ বছর ধরে সমিতির নির্বাচন হচ্ছে না। সমিতির কিছু নেতার মধ্যকার রেষারেষির কারণে নির্বাচন বন্ধ হয়ে রয়েছে। বাধ্য হয়ে সরকার প্রশাসক দিয়ে সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলচ্চিত্রের প্রধানতম সংগঠন হিসেবে পরিচিত এই সমিতি অচল অবস্থায় থাকায় এর প্রভাব চলচ্চিত্রেও পড়েছে। নেতৃত্ব না থাকায় দিন দিন চলচ্চিত্র মৃতঅবস্থার দিকে ধাবিত। অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলু এ তথ্য দিয়ে বলেন, মামলার কারণে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি অনেক বছর। এবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। সবকিছু ঠিক থাকলে ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট। ২০১১-১৩ মেয়াদি এই নির্বাচনে সভাপতি ও সাধারণ স¤পাদক পদে জয়ী হন যথাক্রমে সোহেল রানা ও ডিপজল। এরপর কমিটির মধ্যে নানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। সরকারি প্রশাসক দিয়ে চলে আসছিল এই সমিতি। এরপর ২০১৬-২০১৮ মেয়াদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রশাসক। কিন্তু প্রযোজক সমিতির গঠনতন্ত্র ৯ (গ) ধারা দেখিয়ে একজন প্রযোজক হাইকোর্টে মামলা ঠুকে দিলে নির্বাচন বন্ধ হয়ে যায়। ওই ধারায় বলা আছে, কেউ যদি পরপর তিনবার অর্থাৎ ছয় বছর টানা নির্বাচিত হন, তাহলে পরের একবার বিরতি দিয়ে আবারও তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত এমন সাতজন প্রার্থী আবারও প্রার্থী হয়েছিলেন। ২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়। তার রিটের প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর সেই স্থগিতাদেশের জেরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি আর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।