Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

আড়াইহাজার ( নারায়নগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৩:৫৫ পিএম

নারায়নগঞ্জের আড়াইহাজারে দু জমি নিয়ে ২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে । গতকাল সোমবার সকাল ৯ ঘটিকায় উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে ।
জানা যায় , ওই গ্রামের দীন মোহাম্মদ এবং মহিবুরের মধ্যে ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গ্রাম্য সালীশে কয়েক দফা বৈঠক করেও তা সুরাহা না হওয়ায় গত কয়েকদিন পুর্বে দীন মোহাম্ম্দ ওই জমি দখল করে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করে রেখে আসে ।
কিন্তু গত রোববার মহিবুর ওই জমির মালিকানা দাবি করে সিমানার পিলার উপড়ে ফেলে। এরই জের ধরে সোমবার সকালে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অ¯্রশ¯্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় । ওই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে দীন মোহাম্মদ (৬০), বাদল (৪২), তোফাজ্জল (৩৫), রেহাজদ্দিন (৩২), আলমাহাবুব (৩৬), লোকমান (৫০), আজিজুল (২৪), মাসুম (২২), রাকিব (২৩), আবুল হোসেনকে (৩৪) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ