Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ডায়রিয়ার প্রকোপ

বাড়ছে নারী ও শিশু রোগীর সংখ্যা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

নেছারাবাদে বৈশাখের তীব্র তাপদাহে জনজীবনে ত্রাহি অবস্থায় বেড়েই চলছে ডায়রিয়ার প্রার্দুভাব। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীদের সংখ্যা। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে বসে রোগীরা চিকিৎসা নিচ্ছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৪০০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই রয়েছে নারী ও শিশুর সংখ্যা। হাসপাতালের ডাক্তাররা মনে করছেন মাছ ও মুরগীর পোল্ট্রি ফিডের কারনে মানবদেহে ডায়রিয়াটা বেশি ছড়িয়ে পড়ছে। হাসপাতালে এভাবে ডায়রিয়া রোগীদের চাপ অব্যহত থাকলে অচিরেই পৃথক মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেয়া প্রয়োজন হতে পারে বলে মনে করছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক।
নেছারাবাদ হাসপাতালের আন্তঃবিভাগের নার্সিং ইনচার্জ পলাশি খরাতি জানান, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৩৭৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ১৫ দিনে ভর্তির সংখ্যা ১৬৬, সাত দিনে ১৪০, তিন দিনে ৬০ এবং গত একদিনে ডায়রিয়া আক্রান্ত ২০ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃত ওই ডায়রিয়া রোগীদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। ইনচার্জ পলাশি আরো জানান, ভর্তিকৃত ডায়রিয়া রোগীদেও ভেতর থেকে কলেরা ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসার সব কিছু দেয়া হচ্ছে।
উপজেলার বিন্না গ্রাম থেকে আসা ডায়রিয়া আক্রান্ত হওয়া দুই বছরের মেয়ে শিশুর মা রহিমা বেগম বলেন, তার মেয়ে তানিয়া (২) ডায়রিয়া নিয়ে গতকাল রোববার হাসপাতালে ভর্তি হয়েছন। চিকিৎসার জন্য এখান থেকে কলেরা স্যালাইন ও খাবার স্যালানই দেয়া হচ্ছে। এছাড়া বাকি ওষুধপত্র বাহির থেকে কিনে আনতে হচ্ছে। ৬ মাসের শিশু নিয়ে গত তিনদিন আগে ভর্তি হওয়া রোগীর মা হালিমা বেগম বলেন, এখান থেকে কলেরা স্যালাইন দেয়া হচ্ছে। বাকি সব বাইর থেকে আনতে হচ্ছে। তার মেয়ের ডায়রিয়ার তিন দিন হয়েছে। কিছুতেই কমছে না।
আন্তঃবিভাগের নার্সিং ইনচার্জ নার্স বলেন, রোগীদের চাপ বাড়ায় চিকিৎসা দিতে তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, ১৯ বেডের এ হাসপাতালে ১২০ থেকে ১৫০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা চিকিৎসা নিচ্ছেন। তবে আমাদের পর্যাপ্ত নার্স ও কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন রয়েছে। হাসপাতাল থেকে ভর্তি রোগীদের এসব দেয়া হচ্ছে। তবে রোগীদের এ চাপ অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে স্যালাইন শেষ হয়ে যাবে বলে তিনি জানান।
নেছারাবাদ হাসপাতালের আবাসিক ডাক্তার আসাদুজ্জামান বলেন, যেহেতু ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। গণহারে নদী ধারে ও পুকুরের মধ্যে স্থাপিত পোল্ট্রির ময়লা পানিতে ছড়িয়ে পড়ছে। মানুষ থালাবাসনসহ যাবতীয় কাজে সে পানি ব্যবহার করায় দ্রুত ডাইরিয়া বেড়েই চলছে বলে তিনি মনে করছেন।
হাসপাতালের কয়েকজন স্টাফ নার্স বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষেরা অজ্ঞতার কারনে এ সময়ে বেশি ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৫০ জন স্বাস্থ্য সহকারি রয়েছেন। তারা যদি গ্রামের ওই সমস্ত এলাকায় গিয়ে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতার জন্য বাড়ি বাড়ি গিয়ে একটু ক্যাম্পেইন করেন তাহলেও ডায়রিয়া অনেকটা প্রতিরোধ সম্ভব বলে তারা মনে করেন।
আবাসিক ডাক্তার আসাদুজ্জামান বলেন, তাদের স্বাস্থ্য সহকারিদের বলে শ্রীঘই ডায়রিয়া প্রতিরোধের জন্য গ্রামের মানুষের মধ্যে এ ধরনের সচেতনতা তৈরী করা হবে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার বলেন, ডায়রিয়া রোগীদের চাপ বাড়ছে। আবার চিকিৎসা নিয়ে বাড়িও যাচ্ছেন। ডায়রিয়া রোগীদের চিকিৎসা দিতে তারা চেষ্টার কোন ত্রæটি করছেন না বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ