Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে পিক-আপ ভ্যানের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৪:৪৫ পিএম

লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট সড়কে পিক-আপ ভ্যানের চাপায় মোঃ ইয়াছিন হোসেন (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহতের প্রতিবাদে মজু চৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে তারা।
আজ রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শাকচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন স্থানীয় হামিদ মিয়াজী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিন মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় উল্টোদিকে থেকে দ্রুতগ্রামী একটি পিক-আপ ভ্যান ঘটনাস্থলে এসে তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কত্যর্বরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনার প্রতিবাদে সড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন সড়ক অবরোধ তুলে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ