Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোরে বাসচাপায় অটোভ্যান চালক নিহত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ২:০৬ পিএম

নাটোরে বাসচাপায় বাদল মিয়া (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নুর আলম (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে শহরের পিটিআই এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মিয়া সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আহত নুর আলম একই এলাকার বাসিন্দা এবং বাদলের শ্যালক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, ছাগল বিক্রির উদ্দেশে বাদল মিয়া তার শ্যালক নুর আলমকে সঙ্গে নিয়ে নিজের অটোভ্যানে করে শহরের বাইপাস সড়ক হয়ে তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। তারা পিটিআই মোড়ে পৌঁছালে রংপুরগামী প্যারাডাইস পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে বাদল ও নুর আলম আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদল মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ( রামেক) পাঠানো হয়।
ঘাতক বাসটি আটক করা হলেও চালককে আটক করা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ