Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রথম ২৪ ঘণ্টায় ৬৩ লাখ ডলার সংগ্রহ বাইডেনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট শিবিরে প্রার্থী অনেক। তার মধ্যে মাত্র একজন প্রার্থী দলীয় মনোনয়ন পাবেন নির্বাচনে। এসব প্রার্থীর মধ্যে অন্যতম সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া আছেন গতবারের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেনসহ বেশ শক্তিশালী ১৯ প্রার্থী। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার প্রচারণা শুরুর মাত্র ২৪ ঘন্টার মধ্যে জো বাইডেন সংগ্রহ করেছেন ৬৩ লাখ ডলারের তহবিল। ডেমোক্রেট দল থেকে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে এ অংক তাকে শক্তিশালী অবস্থান দিয়েছে। ৭৬ বছর বয়সী জো বাইডেন এ অর্থ সংগ্রহ করেছেন ছোট্ট ছোট্ট দাতাদের দেয়া অর্থ থেকে। তার নির্বাচনী মুখপাত্র টিজে ডুকলো টুইটারে লিখেছেন, এই অর্থের মধ্যে ২০০ ডলারের নিচে দান করেছেন যারা তারা হলেন শতকরা ৯৭ ভাগ মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ডেমোক্রেট দল থেকে বাকিরা প্রথম দিনে যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন তার মধ্যে প্রথম অবস্থানে আছেন জো বাইডেন। বার্নি স্যান্ডার্স সংগ্রহ করেছেন ৫৯ লাখ ডলার। অন্যদিকে বেটো ও’রোরকে সংগ্রহ করেছেন ৬১ লাখ ডলার। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ