Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১:০৩ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর এলাকার শাহ আলমের ছেলে শামীম মিয়া (২৪) ও হবিগঞ্জের মাদবপুর থানার মালঞ্চপুর এলাকার রঙ্গু মিয়ার ছেলে সজীব মিয়া (২২)।
আজ শুক্রবার সকালে গাজীপুর র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা অভিযান চালায় র‍্যাব-১। পরে হবিগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় থেকে শামীম ও সজীবকে আটক করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে নয় হাজার ৮২০ টাকা ও দু’টি মোবাইল ফোন এবং নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ