Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কিরগিজস্তানকে মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে ড্র করলেই গ্রুপ সেরা হবে স্বাগতিকরা। তবে তাদের লক্ষ্য এক পয়েন্ট নয়, জয় পেয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান মৌসুমী-স্বপ্না-আঁখিরা। গতকাল বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী।

কোচ ছোটন বলেন,‘কিরগিজরা শক্তিশালী দল। তাদের বিপক্ষে অবশ্যই একটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ইনশাল্লাহ আমরাই জয় পাবো।’

কোচ জানান, যেহেতু কিরগিজস্তানের মেয়েরা শারীরিকভাবে এগিয়ে রয়েছে তাই তাদের সঙ্গে কোন রকম শারীরিক লড়াইয়ে যেতে চায়না টিম বাংলাদেশ। দ্রুতগতির ফুটবল খেলে জয় আদায় করার লক্ষ্যই স্বাগতিকদের। মাত্র একদিনের ব্যবধানে কিরগিজস্তানকে খেলতে হচ্ছে দু’টি ম্যাচ। সেখানে বাংলাদেশ বিশ্রাম পেয়েছে চারদিন। কোচ ছোটন জানালেন সেটিও বাড়তি এ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে তার দলের জন্য।
অধিনায়ক মৌসুমী জানালেন প্রতিপক্ষ সম্পর্কে পূর্ণ ধারণা নিয়েই মাঠে নামতে যাচ্ছেন তারা। তিনি বলেন, ‘আমরা বুধবারের ম্যাচটি টিভিতে দেখেছি। তারা ভালো টিম। তাদের দুর্বলতা-সবলতা সব কিছু নিয়েই স্যাররা (কোচ) আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা চেষ্টা করবো কোচের নির্দেশনা অনুযায়ী কিরগিজদের বিপক্ষে খেলার।’

এর আগে অনুর্ধ্ব-১৬ পর্যায়ে কিরগিজস্তানকে ১০ গোল দেয়ার কৃতিত্ব আছে বাংলাদেশের। কিন্তু তাই বলে আত্মবিশ্বাসী হচ্ছে না লাল-সবুজের মেয়েরা। বরং প্রতিপক্ষকে শক্তিধর হিসেবে সমীহ করে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে তারা।

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল আদায় করে নেয়া কিরগিজ ফরোয়ার্ড বরনবেকভা আইজহান পুরো ম্যাচ জুড়েই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। দলের দ্বিতীয় গোলেও ছিল তার অবদান। কিন্তু ম্যাচের শেষ দিকে লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফুটবলার। তাই বাংলাদেশ ম্যাচে থাকতে পারছেন না তিনি। দলের অন্যতম এই ফুটবলার না থাকাতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘শুধু একজন দলের ভাগ্য বদলে দেয় না। তবে যেহেতু সে ভালো করেছে সে অবশ্যই ভালো ফুটবলার ছিলো। সে না থাকাতে বাড়তি কিছুটা অ্যাডভান্টেজ পাবো আমরা।’

তিনি যোগ করেন, ‘আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই বড় কথা। কয় গোল হতে পারে সেটা সময় বলে দিবে। আমিরাতের বিপক্ষে তারা প্রথম থেকে শেষ পর্যন্তই ভালো খেলেছে। আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটিকেও গুরুত্ব সহকারে নিয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ