Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জয়ের বিকল্প ভাবছে না কেউই

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:০১ এএম, ২৪ জুলাই, ২০১৬

রুমু, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আজ বিকেল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবল খেলা। প্রথমবারের মতো এই লীগের খেলা চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে। এতে স্থানীয় জনপ্রিয় দল চট্টগ্রাম আবাহনীসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে। আজ বিকেল সাড়ে চারটায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়াসংঘ। দিনের অপর ম্যাচে একই ভেন্যুতে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে উত্তর বারিধারা ক্লাব। আজকের ম্যাচে জয় চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ প্রসঙ্গে শেখ জামালের অধিনায়ক মোঃ ইয়াসিন খান বলেন, ‘আরামবাগ ভালো টিম। বেশ ভালো খেলছে তারা। তাই ম্যাচটি চ্যালেঞ্জই হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো এবং জয় নিয়েই মাঠ ছাড়বো।’ এবারের লীগে নিজেদের টার্গেটের কথা তুলে ধরে শেখ জামালের অধিনায়ক বলেন, ‘চ্যাম্পিয়নশিপ ধরে রাখাই আমাদের মূল টার্গেট। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের দলে রয়েছে শিহাব ও শরীফসহ বেশ কয়েকজন ভালো খেলোয়াড়। আমাদের বিদেশি খেলোয়াড়দের মধ্যে ল্যান্ডিং ও এমেকা বেশ ভালো কালেকশন। আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে লক্ষ্যে পৌঁছানোটা কঠিন হবে না।’ গতকাল বিকেলে নগরীর হালিশহরের সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্র্যাকটিস করেছে শেখ জামালের খেলোয়াড়রা। আজকের ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘের খেলোয়াড়রা গতকাল বিকেলে নিজেদের প্র্যাকটিস সেরে নেন নগরীর পলোগ্রাউন্ড মাঠে। আজকের ম্যাচে নিজেদের টার্গেটের কথা বলতে গিয়ে আরামবাগ ক্রীড়া সংঘের অধিনায়ক বিপুল হাসান বলেন, ‘ভালো খেলে দর্শকদের মন জয় করতে চাই। পাশাপাশি ফেডারেশন কাপের মতো এবারের বিপিএলেও ভালো ফলাফল করাই আমাদের টার্গেট।’
এদিকে, উত্তর বারিধারাকে হারিয়ে এবারের বিপিএলে শুভসূচনা করতে চায় শেখ রাসেল ক্রীড়া চক্রের অধিনায়ক আতিকুর রহমান মিশু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। এই লীগে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই উত্তর বারিধারাকে হারিয়ে এবারের লীগে শুভসূচনা করতে চাই। চট্টগ্রামে আমাদের তিনটি ম্যাচ রয়েছে। এই তিনটি ম্যাচেই জয়লাভ করে পূর্ণ নয় পয়েন্ট নিয়েই চট্টগ্রাম ছাড়তে চাই আমরা। এবারের লীগে চ্যাম্পিয়নশিপই আমাদের একমাত্র লক্ষ্য।’ তিনি জানান, জামাল ভূঁইয়া, শাহেদ ও রাজুর সমন্বয়ে শেখ রাসেলের মধ্য মাঠ বেশ শক্তিশালী। এমিলি, কমল ও রনি ইনজুরিতে রয়েছেন। তাদেরকে ছাড়াই চট্টগ্রামে এসেছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। অধিনায়কের আশা, খুব শিগগিরই ইনজুরি কাটিয়ে দলে যোগ দেবেন তারা। গতকাল বিকেলে শেখ রাসেলের খেলোয়াড়রা নগরীর বন্দর কর্তৃপক্ষ স্টেডিয়ামে প্র্যাকটিস করেন। আজকের ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাবের খেলোয়াড়রা নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে গতকাল বিকেলে প্র্যাকটিস করার কথা থাকলেও প্র্যাকটিস করেছে তারা নগরীর হালিশহরের সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে। প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করে উত্তর বারিধারার অধিনায়ক সোহেল রানা বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র অনেক ভালো দল। তাদের বিপক্ষে ড্র করতে পারলেই আমরা খুশি। এই ম্যাচে আমাদের টার্গেট ড্র করে এক পয়েন্ট পাওয়া। নিজেদের দূর্গ আগলে রেখে যদি গোল দিতে পারি সেটা বোনাস।’
বিপিএল চট্টগ্রাম পর্বে অংশ নেয়ার জন্য গতকাল পর্যন্ত ঢাকা মোহামেডানসহ মোট সাতটি দল বন্দর নগরীতে এসে পৌঁছেছে। এছাড়া ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ও এবারের বিপিএলের শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী লিমিটেড সবার আগে চট্টগ্রামে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়ের বিকল্প ভাবছে না কেউই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ