Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৬:৪৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাইকবাড়ি নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত স্কুল ছাত্র গোলাম রাব্বি (৭) মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওইদিন দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে কুয়াকাটাগামী একটি বাসের ধাক্কায় সে আহত হয়। নিহত রাব্বি মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও জাকির মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে পাইকবাড়ি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস রাব্বিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে বরিশালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ