Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার মদনের দেওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

২০ দোকান ভস্মীভূত, ৩ কোটি টাকার ক্ষয় ক্ষতি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১:০০ পিএম

নেত্রকোনা জেলার মদন উপজেলা সদরের দেওয়ান বাজারে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে চাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, মদন পৌর এলাকার দেওয়ান বাজারের কাপড়পট্টির একটি দোকানে রাত ৯টার দিকে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মূহুর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অগ্নিকান্ডে কাপড় ব্যবসায়ী মনসুর, মন্টু, পাপন ও দীপক পালসহ ২০টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মদন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) আহমেদুল কবীর জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। বাজারে ঘনবসতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদের আর্থিক সহায়তা দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ