Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান

চাটমোহর (পাবনা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৯:১৭ পিএম

পাবনার চাটমোহর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান রবিবার চাটমোহর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন ও ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক আজ রবিবার দায়িত্বভার গ্রহন করেছেন। এ সমন্বয় সভায় পাবনা-৩ এলাকার এমপি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বিদায়ী ভাইস চেয়ারম্যান নূরুল করিম আরজ খাঁন, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, ইউপি চেয়ারম্যান আজাহার আলী, নূরুল ইসলাম, কামরুজ্জামান খোকন, নবীর উদ্দিন মোল্লা,আবু হানিফ, জাকির হোসেন, মকবুল হোসেন, রাশেদুল ইসলাম বকুল, মোহাম্মদ আলী, নজরুলইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ডাঃ মোঃ গোলজার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, মাহবুব এলাহী বিশু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান মোন্নাফ প্রমুখ উপস্থিত ছিলেন। সমন্বয় সভা শেষে পাবনা-৩ এলাকার এমপি আলহাজ মোঃ মকবুল হোসেনসহ সভায় আগতরা বিদায়ী চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা, ভাইস চেয়ারম্যান নূরুল করিম আরজ খাঁন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুনকে বিদায় জানান এবং নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন ও ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিককে স্ব-স্ব আসনে বসান।

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দায়িত্ব গ্রহণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ