Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাব পৌরসভার নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নবনির্বাচিত মেয়র মিসেস হাসিনা গাজীসহ কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দায়িত্ব গ্রহণ শেষে পৌর মিলনায়তনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা। এতে বক্তব্যে রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের জেলা উপ-পরিচালক ইসরাত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, তারাব পৌরসভার সাবেক মেয়র আলহাজ শফিকুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, তারাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ শওকত আলী প্রমুখ। এ সময় মেয়র মিসেস হাসিনা গাজী বলেন, তারাব পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে পৌরবাসীর সেবা করা। রাস্তাঘাট নির্মাণ করা, যোগাযোগ ব্যবস্থা করা, পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন কাজ করার চিন্তা রয়েছে। একটি শিশু পার্ক নির্মাণ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সকল ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে। মাদক, ধূমপান, বাল্য বিবাহ, যৌতুক ও মানবপাচার বিরোধী সকল প্রকার কার্যক্রম চালানো হবে। হিংসা বিবাদ রেখে এসব সামাজিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন মিসেস হাসিন গাজী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারাব পৌরসভার নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ