Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসপিরিনের ব্যবহার

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

এসপিরিন প্রচলিত ওষুধের ভেতর অনেক প্রয়োজনীয় একটি ওষুধ। আমরা ব্যথা-বেদনায়, জ্বরে ও বিভিন্ন রোগে দেশে-বিদেশে প্রতিনিয়ত তা ব্যবহার করছি; যা উইলো গাছের ছাল থেকে সংগ্রহ করা হয়। কম করেও দুই হাজার চারশো বছর থেকে আমরা তা বিভিন্ন নামে ব্যবহার করে আসছি। বর্তমান অবস্হায় অর্থাৎ লো ডোজ এসপিরিন চিকিৎসা হিসেবে প্রায় একশো বছর ব্যবহৃত হচ্ছে। এসপিরিন পৃথিবীতে বহুলভাবে ব্যবহৃত ওষুধের একটি। হিপোক্রাট মাথাব্যথার জন্য ব্যবহার করতেন সেই কবে! অন্য নাম- এসিটাইল সেলিসাইলিক এসিড। ঊনিশ শতকের মাঝামাঝি থেকে এসপিরিনের উপকারিতা বিভিন্ন গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রতিস্তাপিত হয় এবং তা নতুন মাত্রায় ব্যবহৃত হতে থাকে। লো ডোজ এসপিরিন জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে স্বল্পমূল্যে পৃথিবীর কোটি কোটি মানুষ আজ ব্যবহার করছে। এই এসপিরিন যে ভাবে কাজ করে, তা হলো- রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেটের বিরুদ্ধে এন্টি প্লাটিলেট হিসেবে রক্ত জমাট বাঁধার প্রবণতা কমিয়ে রক্ত পাতলা রাখে বা জমাট বাঁধা থেকে মুক্ত রাখে। অনেকেই এ থেকে উপকৃত হতে পারেন, যেমন- হার্ট এটাকে, করনারি বাইপাসে, ব্রেন স্ট্রোকে, করনারি সিন্ড্রমে, দীর্ঘদিনের উচ্চ রক্তচাপে, দশ বছরের বেশি ডায়াবেটিসে। এমন কি ধূমপায়ীকেও দেওয়া যেতে পারে। সাধারণভাবে এসপিরিন প্রতিদিন, প্রয়োজনে সারাজীবন খাওয়া যেতে পারে, সকালে বা রাত্রে। তবে সকালে হার্ট এটাকের আধিক্যের জন্য, অনেকে রাত্রে দেওয়া উত্তম মনে করেন। নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু রোগ থাকলে এসপিরিন দেওয়া হয় না, যেমন- পেপটিক আলসার, হেমোফিলিয়া/রক্তপাতের সমস্যা, এসপিরিন এলার্জি, ষোলর নিচে বয়স, এজমা, অতিরিক্ত রক্তচাপ, কিডনী ও লিভার প্রবলেম। অনেক ওষুধের মতো এসপিরিনেরও পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন- পাকস্থলী ও নাড়ীতে ক্ষত, হজমে অসুবিধা, বোমি বোমি ভাব বা হওয়া, এজমা বেড়ে যাওয়া, পাকস্থলীতে বা চর্মে রক্তপাত ইত্যাদি। কোনো অপারেশনের প্রয়োজনে এসপিরিন সাধারণত সাত দিন বন্ধ রাখলেই চলে। তবে অধিকাংশ মানুষ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া লো ডোজ এসপিরিন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন।
ষ প্রফেঃ ডাঃ এ কে এম মোখলেছুজ্জামান,
কনসাল্টেন্ট মেডিসিন, আজগর আলী হাসপাতাল,
গেন্ডারিয়া, ঢাকা। মোবাইল : ০১৭৬৭৮৭৯২৭



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসপিরিনের ব্যবহার
আরও পড়ুন