Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে সেবিকা নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১:২৯ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (৫০০ বেড) সেবিকা নির্যাতনের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ হাসপাতালের পরিচালক ডা: কে.পি সাহা। তিনি আজ শনিবার এক সভায় ডা: রাধ্যেশ্যাম সাহাকে প্রধান করে এ কমিটি গঠন করেন। আজ শনিবার স্বাস্থ্য সপ্তাহের শেষ দিন থাকায় দুই/এক দিন পরেই তদন্ত রির্পোট পেশ করবে তদন্ত কমিটি। 

উল্লেখ্য গত ১৬ই এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্র্নি ডাক্তারদের সাথে কর্মরত সেবিকাদের তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এতে ৪/৫ জন সেবিকা ইন্টার্র্নি ডাক্তারদের হাতে নির্যাতনের শিকার হন। নির্যাতিত সেবিকারা হচ্ছেন শান্তা, কাকলীসহ ৪/৫ জন।
হাসপাতালের পরিচালক ডা: কে পি সাহা জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ