মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে চার দিনের চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ও অন্যান্য জাতীয় স্বার্থ নিয়ে চীনা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল চীন সফরে যাবেন দেশটির প্রধানমন্ত্রী।
সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কয়েকটি সমঝোতা স্মারকে সই করবে দুই দেশ।
পাকিস্তানে চীনের রাষ্ট্রদ‚ত ইয়াও জিং বলেন, ইমরান খান আগামী সপ্তাহে চীন সফরে যাবেন। এসময় সিপিইসিকে আরও স¤প্রসারিত করতে চীনা নেতারা তার সঙ্গে কাজ করবেন। এছাড়া এই প্রকল্পে তৃতীয়পক্ষকে অন্তর্ভুক্ত করতে দুই দেশ রাজি হয়েছে বলে ইয়াং জিং জানান।
চীনা রাষ্ট্রদ‚ত বলেন, পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে চীন সরকারের গভীর আস্থা রয়েছে। এছাড়া পাকিস্তানের স্বার্থই চীনের স্বার্থ বলে আমরা মনে করছি। সূত্র : ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।