পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেআইনিভাবে কারখানা বন্ধ ও শ্রমিকদের পাওনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ফেডারেশনের সহ-সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সহ-সভাপতি সাফিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে আমিরুল হক আমিন বলেন, পূর্ব ঘোষণা ও শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে গত ২ ফেব্রæয়ারি হঠাৎ বন্ধ করে দেওয়া হয় গাজীপুরের কালিয়াকৈরের হেসং করপোরেশনের (বিডি) গার্মেন্টস কারখানা। এতে তিন মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক বেকার জীবনযাপন করছে। কারখানার মালিক কোনো প্রকার নোটিশ না দিয়ে ও শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে দেয়া একটা বেআইনি কাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।