মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ইরান সফরে যাচ্ছেন ইমরান খান। আগামী ২১ থেকে ২২ এপ্রিল দুদিনের রাষ্ট্রীয় সফরে তেহরান যাচ্ছেন তিনি। গত জানুয়ারিতেই পাক প্রধানমন্ত্রীর ইরান সফরের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত শেষ মুহূর্তে ওই সফর বাতিল করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই দেশের মানুষের মধ্যে ঐতিহ্যগতভাবে এবং গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
সীমান্তে নিরাপত্তা নিয়ে মাঝেমধ্যে দুই দেশের সম্পর্কের সামান্য টানাপোড়েন চললেও তা বেশি দিন স্থায়ী হয়নি। ইমরান খানের ইরান সফরের প্রধান এজেন্ডাই হচ্ছে সীমান্ত নিরাপত্তা।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গত রোববার বলেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে চীন, জাপান ও ইরানের নেতাদের সাথে আলোচনা করবে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের চীন সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনে অনুষ্ঠিতব্য বেল্ট অ্যান্ড রোড ফোরামের উদ্বোধনী ফোরামে প্রধানমন্ত্রী খান প্রধান অতিথি থাকবেন। তিনি বলেন, চীনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে গুরুত্বপ‚র্ণ বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী খান।
এদিকে শিগগিরই জাপানের উদ্দেশ্যে রওনা দিবেন পররাষ্ট্রমন্ত্রী কোরেশি। সূত্র : ডন ও এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।