Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাতসহ সকল হত্যাকান্ডের জড়িতদের শাস্তি দিতে হবে : বিবৃতিতে প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সিনিয়র সহ-সভাপতি ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার মূল হোতা সিরাজ উদ দৌলাসহ জড়িত সকলকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নুসরাতকে যৌন নিপীড়নকারী মাদরাসার অধ্যক্ষসহ দোষীরা যেন কোনভাবেই রেহাই না পায় সে জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়ন দেশে মহামারী আকার ধারণ করেছে। দেশের আনাচে-কানাচে প্রতিদিনই কোথাও না কোথাও নারী ও শিশু খুন, ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু ঘাতকরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার কারণে যৌন নিপীড়ন ও ধর্ষণ থামছে না। দ্রæত বিচার ট্রাইবুনালের মাধ্যমে নুসরাতের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, এই নরপিশাচ মাদরাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ ও হেয় করেছে। তিনি বলেন, নুসরাতের হত্যাকান্ডের বিচার নিয়ে কোন প্রকার টাল-বাহানা হলে দেশের সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আইনের শাসন না থাকায় দেশব্যাপী এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি বিদ্যমান। তিনি বলেন, প্রতিদিন নারী ও শিশু নির্যাতন ও খুন হচ্ছে। দেশময় যৌন নিপীড়নের মহামারি আকার ধারণ করেছে। অপরদিকে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। রমজান মাস না আসতেই সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কাওরান বাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী মাছউদুর রহমান, হাফেজ আবুল হোসেন, মুহা. শামীম হোসেন, যুবনেতা ইকবাল হোসেন, ছাত্রনেতা মুহা. ইসহাক খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ