Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিহাতীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৪:২১ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আনালিয়াবাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮) ও একই এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নববর্ষ উপলক্ষে দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলো। দুপুরে ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা মেসার্স স্বর্ণা ব্রিকসের একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ওই দুই বন্ধু নিহত হন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ