বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ২০টি কেন্দ্রে পুনঃ ভোট দাবী করে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে কুমিল্লা নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে বলেন, গত ৩১ মার্চ ভোট চলাকালীন সময়ে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের তপন বকসী, ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের জহিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পদ্মফুল প্রতীকের সাফিয়া আক্তার ২০টি কেন্দ্র দখল করে নেয়। ভোটের দিন নির্বাচন কমিশন ৪টি কেন্দ্রের ভোটগ্রহন স্হগিত করে। সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনে ২০টি কেন্দ্রে পুনঃ ভোট দাবী করে আসছেন। কিন্তু দাবীকৃত ২০টি কেন্দ্র ছাড়া স্হগিত ৪টি কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল পুনঃ ভোটগ্রহন করবে নির্বাচন কমিশন। কিন্তু দাবীকৃত ২০ কেন্দ্রে পুনঃ ভোট না হলে ১৭ এপ্রিলের ভোট বজর্নের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকের ফয়সাল বারী মুকুল উপস্হিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।