Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের হকি উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো -মমিনুল হক সাঈদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৮:৩০ পিএম

‘আমি নির্বাচিত হলে দেশের হকি উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো’- কথাটি বলেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রাথী আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ। বাহফের সর্বশেষ অ্যাডহক কমিটির সহ-সভাপতি, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান ও নির্বাচনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ‘হকি বাঁচাও’ পরিষদের ব্যানারে ভোটযুদ্ধে নেমেছেন। তাকে সমর্থন দিয়েছে ঘরোয়া হকির স্বীকৃত শক্তি মোহামেডান, মেরিনার, ঊষা ক্রীড়া চক্র ও বাংলাদেশ স্পোর্টিংসহ প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের বেশীরভাগ ক্লাব। এই প্যানেলে সহ-সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার। নির্বাচনে সাঈদের প্রতিদ্বন্দ্বি হয়েছেন সাবেক তারকা খেলোয়াড় ও বরেণ্য হকি সংগঠক আব্দুস সাদেক। যিনি সর্বশেষ অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাদেক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং ঢাকা আবাহনী লিমিটেডের সমর্থণপুষ্ট হয়ে নির্বাচনে লড়ছেন। তার প্যানেলে সহ-সভাপতি পদে লড়বেন বাহফের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ এ আদেল।

নতুন দিনক্ষণ অনুযায়ী আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাহফে’র নির্বাচন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এনএসসি পুরাতন ভবনের নীচতলার সভাকক্ষে চলবে ভোট গ্রহণ। যেখানে ৮৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বেছে নেবেন হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে আগামী চারবছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীকে।

নির্বাচনকে সামনে রেখে এতে অংশ নেয়া দু’টি পক্ষই বর্তমানে নিজেদের প্রচারণায় ব্যস্ত। যে যার অবস্থানে থেকে কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভোট চেয়ে। প্রতিশ্রুতি দিচ্ছেন দেশের হকি উন্নয়নে কাজ করার। নির্বাচেন জয় পেতে দু’পক্ষই আশাবাদী। মমিনুল হক সাঈদ বলেন, ‘নির্বাচনে জয়লাভের ব্যাপারে আমি দারুণ আশাবাদী। সেই লক্ষ্যে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’ তিনি যোগ করেন, ‘এক বছরেরও বেশী সময় অ্যাডহক কমিটির সহ-সভাপতি হিসেবে কাজ করে বুঝেছি হকি ফেডারেশনে তরুণ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সিনিয়ররা থাকবেন তরুণদের সহযোগিতা করার জন্য। মুরুব্বী হিসেবে তারা তরুণ নেতৃত্বকে নির্দেশনা দিবেন দেশের হকি উন্নয়নে কাজ করতে।’ এই জায়গা থেকে নিজেকে যোগ্য প্রার্থী দাবী করে সাঈদ আরো বলেন, ‘আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সবাইকে নিয়েই কাজ করবো। দেশের হকি উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের হকিকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।’

প্রত্যেকটি বিভাগীয় শহরে হকি টার্ফ বসানোর পরিকল্পনা রয়েছে সাঈদের। শুধু তাই নয়, নির্বাচিত হলে ঘরোয়া হকির জন্য বর্ষপঞ্জিও নিয়মিত প্রকাশ করবেন তিনি, ‘নির্বাচিত হলে প্রত্যেকটি বিভাগীয় শহরে টার্ফ বসানোর ব্যবস্থা করবো আমি। চার বছরের জন্য বর্ষপঞ্জি দেব, যেখানে বিভিন্ন ঘরোয়া আসর ও লিগের সময়সূচী থাকবে। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর প্রশিক্ষণের ব্যাপারে উদ্যোগী হবো। জাতীয় ও বয়সভিত্তিক দলের দীর্ঘমেয়াদী ক্যাম্পের ব্যবস্থা করবো।’

গেল পাঁচ বছর ধরে দেশের ক্রীড়াঙ্গনে এক আলোচিত নাম আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ। ফুটবল, হকি, হ্যান্ডবলসহ প্রায় সব খেলাতেই তার ভূমিকা উল্লেখ করার মতো। তিনি ক্লাব সভাপতির দায়িত্ব পাওয়ার পর ২০১৬ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উঠে আরামবাগ ক্রীড়া সংঘ। যারা বর্তমানে দাপটের সঙ্গেই খেলছে বিপিএলে। তার সুযোগ্য নেতৃত্বে এক মৌসুম আগে প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। এবারের প্রথম বিভাগ হকি লিগ চ্যাম্পিয়ন দিলকুশা স্পোর্টিং ক্লাবের সভাপতিও তিনি। নব-গঠিত বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাড়াও আরামবাগ ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক। শুধু তাই নয়, ঘরোয়া হকিতে প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের দলগঠনে ৮টি ক্লাবকে নিয়মিতই সহযোগিতা করছেন সাঈদ।

এ প্রসঙ্গে নির্বাচনে সাঈদের প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদপ্রার্থী বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো: হুমায়ুন বলেন, ‘যে মানুষটি ব্যাক্তিস্বার্থ ভুলে দেশের খেলাধুলা উন্নয়নে কাজ করে যাচ্ছেন তার সঙ্গে আমরা কেনো থাকবো না? আমি মনে করি হকির উন্নয়নের জন্য সাঈদ ভাইকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা উচিত। নির্বাচনকে সামনে রেখে আমরা সেভাবেই নিজেদের প্রচারণা চালাচ্ছি।’ সাঈদের সুরে সুর মিলিয়ে তিনি আরো বলেন, ‘দেশের হকিকে বাঁচাতে ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন আনা দরকার। এখন তরুণদের সময়। সিনিয়রদের দিক-নির্দেশনা অনুযায়ী তরুণরাই কাজ করবেন। তাহলে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য ধরা দেবে। আশাকরি আমরাই জয়ী হবো। আমাদের প্যানেল জয়ী হয়ে দেশের হকিকে এগিয়ে নিয়ে যাবে এটাই কাম্য।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

৩০ সেপ্টেম্বর, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ