প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন না পেলেও চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ৪১তম মস্কো আন্তর্জাাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ১৮ এপ্রিল পর্দা উঠছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই উৎসবে শনিবার বিকেল দেখানো হবে ২৪ এপ্রিল। আমরা বাংলাদেশ থেকে ২২ এপ্রিল মস্কোতে যাবো। ২৩ এপ্রিল সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নিবো। ২৫ তারি ক্লোজিং সেরেমনির পর দেশে ফিরে আসবো। উৎসবের মূল পুরষ্কার গোল্ডেন সেইন্ট জর্জ-এর জন্য লড়েছে মোট ১৩টি সিনেমা। এর মধ্যে নির্বাচিত হয়েছে পাঁচটি। এরমধ্যে জার্মানি এবং রাশিয়ার কো প্রোডাকশন এ তৈরি শনিবার বিকেল ছাড়া রয়েছে ইরানের নির্মাতা রাসৌল সাদ্রামেলির মাই সেকেন্ড ইয়ার ইন কলেজ, ফ্রান্সের এলিস ওতজেনবারগার এর মাই পোলিশ হানিমুন, জার্মানি-লাটভিয়ার কো প্রোডাকশন এ তৈরি নির্মাতা ডেভিস সিমানিস এর দ্য মুভার এবং চীনের নির্মাতা ঝ্যাং চি এর ইকো। উৎসবে জুরি প্রধান হিসেবে থাকছেন কোরিয়ান ফিল্মমেকার কিম কি দুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।