Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৬:৪৯ পিএম

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাবিতে মানববন্ধন
নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাবি ‘ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক তানজিলুল ইসলাম বলেন,‘ধর্ষক সিরাজউদ্দৌলা ও তার অনুসারীরা নুসরাতের সাথে যে অন্যায় করেছে তাতে তাদেরকে ফাঁসি দেওয়া ছাড়া অন্য কোন শাস্তি দিলে ছাত্রসমাজ মেনে নিবেনা।’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি বিভিন্ন গোষ্ঠি এই ঘটনাকে ধামাচাপা দেওয়া চেষ্টা করছে। যারা এই কাজ করছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দাবি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যেম দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’ 

মানববন্ধনে ফেনী জেলা থেকে আগত জাবির শিক্ষার্থী নাজনীন শ্রাবনী বলেন, ‘এই ধরনের কোন ঘটনা যাতে আর পরবর্তীতে না ঘটে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধর্ষক সিরাজউদ্দৌলাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।’

এই সময় ফেনী জেলা ছাত্র কল্যাণ সমিতি সভাপতি আহমেদ আশরাফসহ প্রায় দেড়শ শিক্ষার্থী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে একই দাবিতে মানববন্ধন করেছে প্রায় শাতাধিক ছাত্রী।

প্রসঙ্গত, ফেনীতে যৌন নিপীড়নের শিকার হয়ে প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা করা হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ