Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

অধ্যক্ষের ফাঁসি ও অগ্নি সংযোগকারীদের আগুনে পুড়িয়ে শাস্তির দাবী করেছেন সহপাঠী ও অভিভাবকেরা

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৯:২৫ পিএম

সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে আগুনে পুড়িয়ে নির্মম ভাবে খুন হওয়া নুসরাত জাহান রাফির উপর বর্বরোচিত আগুন সন্ত্রাস কারীদের কে আগুনে পুড়িয়ে শাস্তি দাবী ও অধ্যক্ষকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন নুসরাতের সহপাঠিরা। আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষে তার সহপাঠী বান্ধবীরা একে অপরকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। এসময় তারা বলতে থাকে নুসরাতের মত প্রতিবাদী আর মেধাবী বান্ধবী তারা আর ফিরে পাবেনা। অধ্যক্ষের যৌন হয়রানির বিচার চাইতে গিয়ে নুসরাতকে নির্মম ভাবে খুন হতে হলো। নুসরাত আমাদের মাঝে ফিরে আসবেনা। হাসি মুখে বলবেনা আই লাভ ইউ ফ্রেন্ড। নুসরাতকে হারিয়ে সহপাঠীরা পরীক্ষায় কিছুতেই মন বসাতে পারছেননা। চোখে ভেসে আসছে শুধু নুসরাতের স্মৃতি। তাদের দাবী আর কোন ছাত্রীকে যেন এভাবে জীবন দিতে না হয়। অধ্যক্ষের যৌন হয়রানির শিকার পূর্তি বলেন ইতোপূর্বে আমার উপর নির্যাতনের ঘটনার যদি সুষ্ঠু বিচার হতো আজকে আমরা নুসরাতকে হারাতে হতোনা। এক ছাত্রীর পিতা মো. সিরাজুল ইসলামও অধ্যক্ষকে ফাঁসির কাষ্টে দেখতে চান বলে দাবী করেন। এছাড়া নুসরাতের উপর অগ্নিসন্ত্রাসকারীদেরকেও প্রকাশ্যে পুড়িয়ে হত্যার দাবী জানান।

 



 

Show all comments
  • abu yousuf chowdhury ১১ এপ্রিল, ২০১৯, ১১:১৬ পিএম says : 0
    জন সম্মখে কাতলই সর্বোচ্চ শাস্তি, এদের জন্য এই শাস্তিই উপযুক্ত ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ