বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে আগুনে পুড়িয়ে নির্মম ভাবে খুন হওয়া নুসরাত জাহান রাফির উপর বর্বরোচিত আগুন সন্ত্রাস কারীদের কে আগুনে পুড়িয়ে শাস্তি দাবী ও অধ্যক্ষকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন নুসরাতের সহপাঠিরা। আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষে তার সহপাঠী বান্ধবীরা একে অপরকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। এসময় তারা বলতে থাকে নুসরাতের মত প্রতিবাদী আর মেধাবী বান্ধবী তারা আর ফিরে পাবেনা। অধ্যক্ষের যৌন হয়রানির বিচার চাইতে গিয়ে নুসরাতকে নির্মম ভাবে খুন হতে হলো। নুসরাত আমাদের মাঝে ফিরে আসবেনা। হাসি মুখে বলবেনা আই লাভ ইউ ফ্রেন্ড। নুসরাতকে হারিয়ে সহপাঠীরা পরীক্ষায় কিছুতেই মন বসাতে পারছেননা। চোখে ভেসে আসছে শুধু নুসরাতের স্মৃতি। তাদের দাবী আর কোন ছাত্রীকে যেন এভাবে জীবন দিতে না হয়। অধ্যক্ষের যৌন হয়রানির শিকার পূর্তি বলেন ইতোপূর্বে আমার উপর নির্যাতনের ঘটনার যদি সুষ্ঠু বিচার হতো আজকে আমরা নুসরাতকে হারাতে হতোনা। এক ছাত্রীর পিতা মো. সিরাজুল ইসলামও অধ্যক্ষকে ফাঁসির কাষ্টে দেখতে চান বলে দাবী করেন। এছাড়া নুসরাতের উপর অগ্নিসন্ত্রাসকারীদেরকেও প্রকাশ্যে পুড়িয়ে হত্যার দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।