Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৪:৪৮ পিএম

গোপন দলিলপত্র ফাঁস করে দিয়ে আলোচিত হওয়া ওয়েবসাইট উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান আসঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। সাত বছর ধরে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রিত ছিলেন। ইকুয়েডর তার শরণার্থী মর্যাদা প্রত্যাহারের পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

ইকুয়েডরের রাষ্ট্রপতি লেনিন মোরেনো বলেছেন, আন্তর্জাতিক কনভেনশন বার বার লঙ্ঘন করার জন্য আসাঞ্জ-এর আশ্রয় প্রত্যাহার করে নেয়া হয়েছে।

লাখ লাখ মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে আলোচনায় এসেছিলেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে ২০১০ সালে সুইডেনে দু’জন মহিলাকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা ছিল, সেই মামলায় জামিনে থাকার সময় ২০১২ সাল থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ।

লন্ডন পুলিশ সূত্র জানায়, আসাঞ্জ আদালতে আত্মসমর্পণ না করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, অ্যাসাঞ্জ ব্রিটেনে বিচারের মুখোমুখি হবেন। সহযোগিতার জন্য ইকুয়েডর সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে কেউ আইনের উর্ধ্বে নয়।

এর আগে তাকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাড়িয়ে দেয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ। গত সপ্তাহে সাংবাদিক জন ফিলগার ও অ্যাসাঞ্জ সমর্থকেরা দূতাবাসের সামনে জড়ো হয়ে অ্যাসাঞ্জকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। তারা এই সাহসী যোদ্ধার সঙ্গে সংহতি প্রকাশ করেন। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ