Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখো মানুষের ভালবাসায় দাদীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত নুসরাত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:১১ পিএম | আপডেট : ৯:২০ পিএম, ১১ এপ্রিল, ২০১৯

লাখো মানুষের শেষ ভালবাসায় ফেনীর সোনাগাজীর সামাজিক কবরাস্থানে দাদীর কবরের পাশে আজ সন্ধ্যা ৬টায় নুসরাত জাহান রাফির দাফন সম্পন্ন হয়েছে। সন্ধ্যা পৌনে সাড়ে ৫ টায় সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে রাফির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন রাফির পিতা মাও. একেএম মুসা মানিক। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আপনারা দোয়া করবেন আমি যেন আমার একমাত্র মেয়ে নুসরাত জাহান রাফিকে নিয়ে হাশরের মাঠে উঠে বিচার চাইতে পাারি। নুসরাত হামলার শিকার হওয়ার পর থেকে দেশ বিদেশের মানুষের ভালবাসা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিকিৎসকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন নুসরাত হত্যাকান্ডে জড়িত কেউ পার পাবেননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের পরিবারের দায়ীত্ব নিয়েছেন। জানাজার নামাজেও কোন হত্যাকারী থাকতে পারেন। সাবধান হয়ে যান। এ নির্মম হত্যাকান্ডে জড়িত যত বড় শক্তিশালী লোক হোক না কেন রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন আমার বোনকে যারা হত্যা করেছে তারা যেন কোন ভাবেই পার পেয়ে না যান। সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের সর্বস্থরের সহযোগিতা কামনা করেন। সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আ'লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড়এম কামরুল আনাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ও উপজেলা আ'লীগের সভাপতি মো. রুহুল আমিন প্রমূখ।জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে নুসরাতকে চির নিন্দ্রিয় শায়ীত করা হয়।



 

Show all comments
  • মো:শফিকুল ইসলাম মিলন ১১ এপ্রিল, ২০১৯, ১:২৩ পিএম says : 0
    প্রথমত 'মহান রাববুল আলামিন নুসরাতের ভুল ত্রুটি মাফ করে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের সর্বউচচ মর্যাদা দান করুন আমীন 2 য়:- যাঁরা নুসরাতের এই জঘন্য ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কোরআনের আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করে গোটা জাতিকে দেখিয়ে দেয়া । 3 য় :- ষড়যন্ত্রকরে অপরাধীদের কে ছেড়ে দিয়ে নিরঅপরাধী কাউকে হয়রানি না করা । আল্লাহ তায়ালা আমাদের কে সঠিক বুঝ দান করুন আমিন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ