Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার গঠনের পথে নেতানিয়াহু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ড সংখ্যক পঞ্চম বারের মতো ইসরাইলে সরকার গঠন করতে যাচ্ছেন। মঙ্গলবার দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ডানপন্থী জোট সরকার গঠন করতে যাচ্ছেন তিনি। বুধবার ৯৬ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর লিকুড পার্টি পেয়েছে ৩৭টি আসন। তার প্রতিদ্ব›দ্বী মধ্যপন্থী নীল ও সাদা জোট পেয়েছে ৩৬টি আসন। ইসরাইলের পার্লামেন্টের নেসেট’র আসন সংখ্যা ১২০টি। কিন্তু এ পর্যন্ত কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি নির্বাচনে। দেশটিতে সব সময় জোট সরকার গঠিত হয়েছে। মঙ্গলবারের নির্বাচনেও কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ডানপন্থীদের নিয়ে নেতানিয়াহুর জোট সরকার গঠনের পথ সুগম হয়েছে। ডানপন্থীরা সব মিলিয়ে ৬৫টি আসনে জয় পেয়েছে। ফলে নির্বাচনে ডানপন্থীদের জয় হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। ৬৯ বছরের নেতানিয়াহু এবার সরকার গঠন করলে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা ব্যক্তি হবেন তিনি। সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে সরকার গঠনের আলোচনা তিনি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন। ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। এবারের নির্বাচনকে তার জন্য জনগণের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতানিয়াহু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ