মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাফতালি বেনেটের জোটের কাছে হারের এক মাস পর রোববার সকালে তিনি বাসাটি ছাড়েন। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পর তার পরিবারের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, রোববার মধ্যরাতের কিছুক্ষণ পরে নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা বেলফোর স্ট্রিটে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন। ফলে দীর্ঘ ১২ বছর পর আলোচিত ওই বাসভবন ছাড়তে হলো তাকে। তিনি বর্তমানে তার পরিবার নিয়ে উত্তর ইসরাইলের কেয়সারিয়া এলাকায় অবস্থিত নিজের ব্যক্তিগত বাসায় উঠেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনের শেষদিকে নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দফতর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন খালি করে দেয়ার জন্য ১০ জুলাই সময়সীমা বেধে দেওয়া হয়েছিল। নেতানিয়াহু টানা সবচেয়ে বেশি সময় ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় তিন বছরের জন্য প্রধানমন্ত্রী থাকার পর টানা ১২টি বছর ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। অল্প সময়ের মধ্যে কয়েকটি নির্বাচন হলেও সরকার গড়তে না পেরে তিনি ক্ষমতা ছাড়েন। এদিকে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন খালি হলেও সেখানে উঠছেন না বর্তমান প্রধানমন্ত্রী বেনেট। বরং তিনি সরকারি দায়িত্ব পালনে কার্যালয় হিসাবেই একে ব্যবহার করবেন। তার স্ত্রী ও চার সন্তান রানানা শহরে তাদের বাসভবনেই থাকবেন। ইসরাইলে সরকার গঠনে কোনো দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত দুই বছরের মধ্যে চারবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ মার্চের চতুর্থ নির্বাচনের পরও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।