Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সৌদিতে আগুনে পুড়ে নিহত লক্ষ্মীপুরের ইসমাইলের বাড়ীতে শোকের মাতম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৬:২৩ পিএম

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত প্রবাসী ইসমাইল হোসেনের (৪০) বাড়ী লক্ষ্মীপুরের রায়পুরে শোকের মাতম চলছে । ইসমাইল হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের আমান উল্যাহ’র ছেলে। কান্নায় ভেঙ্গে পড়েন নিহত প্রবাসী ইসমাইল হোসেনের মা, বাবা, স্ত্রী, কন্যাসহ আত্মীয়-স্বজনরা। তার অকাল মৃত্যুতে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে আলাউদ্দিন নামে এক প্রবাসী ইসমাইলের মৃত্যুর বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান। গত ২৭ মার্চ সৌদি আরবের রিয়াদ শহরে বাসাবাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন প্রবাসী ইসমাইল হোসেন।
নিহতের স্বজনরা জানান, প্রবাসী ইসমাইল হোসেন গত ১০ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে একটি আবাসিক ভবনে তত্ত্বাবধায়কের কাজ করছেন। ৪ বছর আগে দেশে ছুটি কাটিয়ে যান। ২৭ মার্চ প্রবাসী ইসমাইল সৌদির রিয়াদ শহরের নিজ বাসায় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হন। এতে তার মুখমন্ডলসহ শরীরের বেশীরভাগ অংশ আগুনে পুড়ে যায়। ঘটনার পর থেকে তিনি রিয়াদ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রানী রায় জানান, প্রবাসী ইসমাইল নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ