Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কেএমপির ৮ থানায় ৯৯৯ সেবা চালু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৪:২৪ পিএম

সাধারণ মানুষের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ৮টি থানায় ৯৯৯ জরুরি সেবা প্রদান শুরু করেছে। বুধবার থেকে এ সেবা প্রদান করা হচ্ছে।
কেএমপি কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর যেকোনো স্থানে ছিনতাই, চাঁদাবাজি, অগ্নিকান্ড এবং স্কুল-কলেজ-মাদরাসা ও ব্যবসা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে নারীরা ইভটিজিংয়ের শিকার হলে ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছে যাবে পুলিশ। যেকোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে ৯৯৯ নাম্বারে কল দিতে হবে। আর এ নাম্বারে কল দিলে জরুরি সেবা পাবে সাধারণ মানুষ।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, কেএমপির ৮টি থানায় ৯৯৯ সেবা প্রদান শুরু হয়েছে। নগরীর সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর, লবণচরা, হরিণটানা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় একটি করে ইলেকট্রনিক্স ডিভাইস দেয়া হয়েছে। এছাড়া একটি কম্পিউটার সেটসহ অন্যান্য যন্ত্রাংশও পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ৯৯৯ নাম্বারের মাধ্যমে নগরীর সাধারণ মানুষের সামনে ঘটে যাওয়া নানা অপরাধের ঘটনা দ্রুত পুলিশের কাছে পৌঁছে যাবে। তাছাড়া পুলিশ তাৎক্ষণিক ভাবে সেসব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। এতে যেখানে-সেখানে নানা অপরাধের তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে সাধারণ মানুষকে আর থানায় ছুটতে হবে না।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘৯৯৯ সেবায় যারা তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় গোপন রেখেই সেবা প্রদান করা হবে। ইতোমধ্যে আমরা প্রতিটি থানায় একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ অফিসারকে সার্বক্ষণিক ৯৯৯ সেবার জন্য প্রস্তুত রেখেছি। সাধারণ মানুষ সহজেই এই সেবা নিতে পারবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ