Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্র্যাকের কিস্তি আদায়ের সময় বসা নিয়ে সংঘর্ষ আহত ১৫

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৩:১৪ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামে বুধবার সকালে ব্র্যাক এনজিও’র কিস্তি আদায়কে কেন্দ্র আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সাধুহাটী গ্রামের লিমন, নুর ইসলাম, নুরু মিয়া, দিন মোহাম্মদ, আলী কদও, ইদ্রিস আলী, মহসিন আলী, সেলিমা বেগম, সুরুজ মিয়া ও সোহেলসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই মনির হোসেন ও সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, বুধবার সকালে ব্র্যাক এনজিও’র লোকজন কিস্তি আদায় করতে আসে সাধুহাটী গ্রামের সেলিমের বাড়িতে। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলালের ভাই আব্দুল মতিন ও তার স্ত্রী কিস্তি দিতে আসে ওই বাড়িতে। উঠানে বসাকে কেন্দ্র করে প্রথমে বাদানুবাদ ও পরে আ’লীগ নেতা দুলাল ও রমজান আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। রমজান আলীর পক্ষে বিএনপি এবং জামায়াতের সমর্থকরা যোগ দিলে সংঘর্ষ ভয়াবহ রুপ নেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ সময় আমাকেও আক্রমন করার চেষ্টা চালানো হয়। অল্পের জন্য আমি রক্ষা পায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সাধুহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল থেকে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে আজ সকালে গ্রামের স্কুল মাঠে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ