বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলার সড়ক ও জনপথ বিভাগের মাগুরা-মহম্মদপুর সড়ক খানাখন্দে পরিণত হয়ে যানবাহন চলাচল বন্ধের পথে। বেহাল এ সড়কে যাতায়াত করতে সাধারণ জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলা থেকে মাগুরা জেলা সদরে যাওয়ার রাস্তা বিনোদপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের বেশিরভাগ খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন চলাচল বন্ধের পথে।
উপজেলার অন্যতম প্রধান ব্যস্ততম এ সড়কে ভ্যান, রিকশা, ইজিবাইক, মাহিন্দ্র, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্তমানে ওই সড়ক দিয়ে চলার সময় যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যায়। এ কারণে চালকরা ওই সড়ক দিয়ে যানবাহন চালাতে চায় না। রোগীরা ওই সড়কে না গিয়ে ঘুরে অন্য সড়ক দিয়ে হাসপাতালে যান। মহম্মদপুর উপজেলার ফায়ার ষ্টেশন অফিসার মুস্তাইন জানান, সড়কে খানাখন্দ ও গর্ত থাকায় কোন অগ্নিকান্ড বা দূর্ঘটনা কবলিত স্থানে ওই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌছাতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় গাড়ির যন্ত্রাংশ খুলে যায়। এতে করে দূর্ঘটনা কবলিত লোকদের ক্ষতির পরিমান বেড়ে যায়। এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে নিতে হয়। কিন্তু এ ভাঙাচোরা সড়কে ভ্যানচালকরা যেতে চায় না। গেলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয়।
এ ব্যাপারে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহেল বাকি জানান, মহম্মদপুর থেকে বিনোদপুর সড়ক সংস্কার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।