Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনার তিনদিন পর মামলা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন ভিকটিমের বড় ভাই মাহমুদুল হাসান। মামলায় মুখোশধারী চারজন এবং তাদের সহযোগীদের আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। ছাত্রীটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় চার শিক্ষার্থীকে সন্দেহ করছে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। সন্দেহভাজনরা অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিয়েছিল। সন্দেহভাজন চার মাদরাসাছাত্র হলো নূরউদ্দিন, শামীম, জাভেদ ও মহিউদ্দিন শাকিল। তারা সবাই সোনাগাজী মাদরাসার শিক্ষার্থী।
উল্লেখ্য, শনিবার ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

নুসরাতের পাশে ঢাকাস্থ সোনাগাজী সমিতি
গত রোববার বিকেলে ঢাকাস্থ সোনাগাজী সমিতি নুসরাতের চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকা প্রদান করে। ওই সময় সোনাগাজী সমিতির সহ-সভাপতি প্রফেসর ইমাম হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাবের হোসেন হেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম জানান, নুসরাতের বাবা এ. কে. এম মুছা ও ভাই নোমানের হাতে সমিতির পক্ষ থেকে আমরা এক লাখ টাকা নগদ প্রদান করি। প্রয়োজনে আমরা আরও আর্থিক সহযোগিতা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ