মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টাকার গন্ধ আর স্পর্শ কার না ভালো লাগে। আর টাকা যদি কাড়ি কাড়ি-প্রায় ৬৯ কোটি ২৩ লাখ টাকা তাহলে তো আর কথাই নেই। তবে নাইজেরিয়ার এক ধনকুবের যা করে দেখালেন তা শুনে একটু অবাক হতেই হবে। আমার টাকা! সত্যিই আমার টাকাতো?-এই ধন্দ নিয়েই একদিন ব্যাংকে গিয়ে নিজের প্রায় ৬৯ কোটি ২৩ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে বাড়ি চলে এসেছিলেন তিনি। শুধু এটুকু নিজেকে বিশ্বাস করানোর জন্য যে, ওগুলো কাগজে লেখা সংখ্যা নয় মাত্র, আসলে টাকাই। নাইজেরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে বর্তমানে আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি। শনিবার আইভরি উপকূলে অনুষ্ঠিত একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে নিজের এমনই গল্প শোনালেন আলিকো। সেদিন ব্যাংক থেকে তুলে আনা টাকাগুলো বারবার করে ছুঁয়ে দেখেছেন। বিশ্বাস করার চেষ্টা করেছেন, এগুলো তারই। পরের দিন ভোর হতেই আবার ব্যাংকে গিয়ে জমা করে এসেছিলেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।