Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় কালবৈশাখী ঝড়ে গৃহবুধু নিহত,বজ্রপাতে দুটি গরুর মৃত্যু

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৮:০৪ পিএম

ভোলায় কালবৈশাখী ঝড়ে গৃহবুধু নিহত,বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে কাল বৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে বিবি আয়শা (৩৫) নামের ৩ সন্তানের জননী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আয়শা দিনমজুর রহিজলের স্ত্রী বলে জানা যায় শনিবার মধ্য রাতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে নিজ বসতি ঘর লন্ডভন্ড হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতের ঝরে দুমড়ে-মুচড়ে যায় গৃহকর্মী বিবি আয়শার বসতি ঘর। তখন ঘরের চালার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত আয়শার ২ মেয়ে ফেরদৌস আক্তার (১৩) ও জান্নাত বেগম এবং ১ ছেলে ইমন রেজা।
অন্যদিকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ওই এলাকার কৃষক ছালাহ উদ্দিনের দুইটি গাভী বাড়ির পাশের কৃষি জমিতে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়।
তার পাঁচ সন্তানের সংসার এ গাভী দুইটির দুধ বিক্রি করে চালাতেন বলেও জানায় স্থানীয়রা। গরু দুইটির মৃত্যুতে কৃষক ছালাহ উদ্দিন ভেঙ্গে পরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালবৈশাখী ঝড়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ