পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এধরনের ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদফতর আগেই দিয়েছিল। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় ‘সাবিত-আল হাসান’ লঞ্চটি দুর্ঘটনার কবলে পরে। দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ যোগাযোগ দীর্ঘসময় ধরে বন্ধ।
এদিকে গাইবান্ধার ফুলছড়িতে একজন, পলাশবাড়িতে দুইজন ও সুন্দরগঞ্জ উপজেলায় গাছচাপা ও ঘর ধসে পড়ে একজন মারা যায়। চাঁদপুরের মতলব উত্তরেও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুষ্টিয়ার দৌলতপুরে একজন এবং কুড়িগ্রামের রাজিবপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকার আশেপাশের কয়েকটি অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রবল বৃষ্টি না হলে দিনের বেলা তাপপ্রবাহ আগের মতোই বইবে। আবহাওয়া অফিস জানায় বৃষ্টি হয়ে গেছে রাজশাহী, খুলনা, পাবনা, বগুড়া , গাইবান্ধা, ময়মনসিংহে। কুষ্টিয়াতে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। দেশের কয়েকটি স্থানে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।