Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে ওয়াটফোর্ডকে পেল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৫:৪৩ পিএম

এফএ কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ওয়াটফোর্ডকে পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে গতকাল নাটকীয়ভাবে উলভারহাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারায় ওয়াটফোর্ড।
নির্ধারিত সময় শেষ হতে বাকি মাত্র ১১ মিনিট। তখনও ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে ওয়াটফোর্ড। ১৯৬০ সালের পর প্রথমবারের মত প্রতিযোগিতার ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর উলফসরা। এমন সময় ব্যবধান কমিয়ে স্বাগতিকদের স্বপ্ন দেখান বদলি নামা বার্সেলোনার সাবেক স্ট্রাইকার জেরার্ড ডেউলোফু। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টির সুবাদে ম্যাচ অতিরিক্ত সময়ে নেন ট্রয় ডেনি। অতিরিক্ত সময়ে দলের জয়সূচক গোলটিও করে প্রিমিয়ার লিগের দশ নম্বর দলের স্বপ্নের বাস্তবায়নও করেন দেউলোফু। উলফসের হৃদয় ভেঙে ১৯৮৪ সালের পর প্রথমবারের মত প্রতিযোগিতার ফাইনালে ওঠে ওয়াটফোর্ড। ১৮ মে ফাইনালে তাদের লড়তে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ