Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৪:৩০ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক সহকারি রেজিষ্টার ও ইন্টার্ন চিকিৎসদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে চিকিৎসকরা।

সোমবার সকালে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নরুল হক আধুনিক হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ, চিকিৎসক এবং শিক্ষার্থীরা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা প্রথমে হাসপাতালের সামনে অবস্থান করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শুভ তালুকদার, সদস্য নওশিন নাওয়ার, সাবরিনা নবী, বিপ্লব দাস, শান্তনু বণিক প্রমুখ। বক্তারা কক্সবাজারে চিকিৎসকের উপর হামলাকারীদের দ্রুত বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ