Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৩০ বছর পর বাগদাদে ফের চালু হলো সউদী দূতাবাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৩০ বছর পর ফের বাগদাদে দ‚তাবাস খুলেছে সউদী আরব। সউদী আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবীর নেতৃত্বে উচ্চতর একটি প্রতিনিধি দলের ইরাক সফরে নতুন দ‚তাবাসটি উদ্বোধন করা হয়।
ইরাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ সাহাফ জানান, সউদী দ‚তাবাসটি বাগদাদের ‘গ্রীণ জোন’ এলাকায় খোলা হয়েছে। দীর্ঘ সময় পর সউদীর এমন উদ্যোগে উভয় দেশেই লাভবান হবে।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি আজ ইরান সফরে যাচ্ছেন। চলতি মাসের শেষের দিকে তার সউদী সফরেরও কথা রয়েছে।
১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন কুয়েত আক্রমণ করার পর থেকে প্রতিবেশি দেশ ইরাকের সঙ্গে সবধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সউদী আরব। তখন থেকে দু’দেশের মধ্যে কোনো বিমান চলাচলও করেনি। ইরাকের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৭ সালে দুই দেশের মধ্যে পুনবায় বিমান চলাচল শুরু হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ