Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ডিএ তায়েব চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দর্শকপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব টাঙ্গাইলের ছেলে। চলচ্চিত্রে অভিনয় করে ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তার এই দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় তার মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা সোনাবন্ধু ও অন্ধকার জগত নিয়ে শিল্পী ঐক্যজোটের ব্যনারে গত ৪ ও ৫ এপ্রিল মির্জাপুর সরকারী কলেজ অডিটোরিয়ামে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ১৯ ও ২০ এপ্রিল টাঙ্গাইলের গোনুটিয়া এবং ২১ ও ২২ এপ্রিল ধল্লায় চলচ্চিত্র দুটির প্রদর্শনী হবে। প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ডি এ তায়েব চলচ্চিত্র উৎসব। সিনেমা দুটির প্রযোজক মাহাবুবা শাহরীন বলেন, সোনাবন্ধু ও অন্ধকার জগত ব্যবসা সফল চলচ্চিত্র। সধারণ মানুষ থেকে শুরু করে সর্বমহলে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। টাঙ্গাইলবাসী দাবী করেছিল সিনেমা দুটি নিয়ে চলচ্চিত্র উৎসব করার জন্য। তাদের এই দাবি থেকেই উৎসবের আয়োজন করা হয়েছে। ডি এ তায়েব বলেন, আমি টাঙ্গাইলের ছেলে, এখানেই মানুষ হয়েছি। টাঙ্গাইলবাসী আমার ঘরের মানুষ। তারা তাদের ঘরের সন্তানকে সাদরে গ্রহণ করেছেন। তারা যে আমাকে নিয়ে চলচ্চিত্র উৎসব করছে এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বাংলা সংস্কৃতী, বাংলা চলচ্চিত্র এবং বাংলার মানুষ সবার কাছ থেকে এত ভালোবাসা পাবো তা আমি ভাবিনী। আমি দর্শকদের আহŸান জানাই, বাংলা চলচ্চিত্র দেখুন, বাংলা চলচ্চিত্র ভালোবাসুন। তাহলে আমারা আরো বেশি বেশি চলচ্চিত্র আপনাদের উপহার দিতে পারবো ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ