মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লন্ডনে মাদকদ্রব্য সরবরাহে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিন (২৪) ও সামুন মিয়া (২৮) নামে দুই ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট। বুধবার (৩ মার্চ) দেশটির ক্রাউন কোর্ট এ আদেশ দেন। পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়েছিল- তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সমন্বিত এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
জয়নাল ও সামুন ২২ জনের একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দলের সদস্য। চক্রের ১৯ সদস্য পুরুষ, বাকি তিনজন নারী। অভিযোগপত্রে বলা হয়, গোটা চক্রটি সবাই পুর্ব লন্ডনে মাদক ব্যবসায় জড়িত ছিল।
ওল্ড বেথনাল গ্রিন এলাকার বাসিন্দা জয়নাল আবিদিনকে হেরোইন ও কোকেন সরবরাহের অভিযোগে চার বছরের কারাদণ্ড ও অন্যদিকে ইসল অব ডগসের বাসিন্দা সামুন মিয়াকে একই অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।