Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় এবার প্রাণ গেল গৃহবধূর, আহত স্বামী ও শিশু সন্তান

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ৯:৪৬ এএম

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জুলেখা (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত জুলেখা বেগম (৩৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার মিল ব্যবসায়ী ইলিয়াস আলীর স্ত্রী। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার স্বামী ও শিশু সন্তান।
বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আশিকুর রহমান।
ওসি আশিকুর রহমান ও প্রত্যক্ষদর্শী জানান, ঠাকুরগাঁও থেকে স্ত্রী ও ২ বছর বয়সের শিশু সন্তানকে নিয়ে মোটর সাইকেলে বাড়ী যাচ্ছিলেন নিহত গৃহবধূর স্বামী ইলিয়াস আলী। এ সময় গড়েয়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে বাইকটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে যায় মোটরসাইকেল আরোহীরা। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জুলেখা। আহত ইলিয়াস আলী ও তার শিশু বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।
ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি আশিকুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ