Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৩ লাখ টাকার ট্রেনের একটি কামরাও ভরেনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

কলকাতার ব্রিগেডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় কর্মী, সমর্থকদের আনতে চারটি ট্রেন ভাড়া করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা। চার ট্রেন ভাড়ায় খরচ হয়েছে প্রায় ৫৩ লাখ টাকা। প্রথম দফায় বুধবার ভোরের দিকে রাজ্যের ঝাড়গ্রাম, লালগোলা, পুরুলিয়া, রামপুরহাট থেকে ট্রেন যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ঝাড়গ্রাম থেকে ছাড়া বিশেষ একটি ট্রেনের একটি কামরাও ভর্তি করতে পারেনি বিজেপি। তবে দলটির নেতারা দাবি করছেন, ব্রিগেডে মাঠে এবার নরেন্দ্র মোদি এযাবৎকালের সবচেয়ে বড় জনসভা করবেন। দেশটির সংবাদমাধ্যম জিনিউজ বলছে, ব্রিগেডের বাস্তব চিত্র বলছে অন্য কথা। বিজেপির ব্রিগেড সমাবেশে ঝাড়গ্রাম জেলা থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার কথা ছিল। জঙ্গল মহল থেকে অনেক কর্মী-সমর্থক মোদির জনসভায় যোগ দেবেন, এই আশায় বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম স্টেশনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। বুধবার ভোর ৪ টার দিকে ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সেসময় কর্মী-সমর্থকরা না আসায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। পরিবর্তিত সময় পৌনে ৭ টার দিকে বিশেষ ট্রেন ছাড়া হলেও ভরেনি একটি কামরাও। ঝাড়গ্রাম শহর বিজেপি শাখার নেতাকর্মীরা ৭০-৮০ জনের একটি মিছিল নিয়ে ভোর ৪ টার দিকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছায়। ভোর ৬ টা পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৫০ জনে। জি নিউজ।



 

Show all comments
  • Habib Ahamed ৪ এপ্রিল, ২০১৯, ৪:২৬ এএম says : 0
    ata real condition
    Total Reply(0) Reply
  • Jahangir Alam ৪ এপ্রিল, ২০১৯, ৪:২৭ এএম says : 0
    পশ্চিমবাংলায় ওদের অবস্থা এরকমই হবে।
    Total Reply(0) Reply
  • তুষার আহমেদ ৪ এপ্রিল, ২০১৯, ৪:২৭ এএম says : 0
    মোদির সময় শেষ হয়ে আসছে..................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরেন্দ্র মোদির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ